Lorem ipsum dolor sit amet, consectetur adipiscing elit, sed do eiusmod tempor incididunt ut labore et dolore magna aliqua. Ut enim ad minim veniam, quis nostrud exercitation ullamco laboris nisi ut aliquip ex ea commodo consequat.
করোনা ভাইরাসের সব রকম উপসর্গ নিয়ে নারায়ণগঞ্জ শহরের বাবুরাইল এলাকায় এক ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। শুক্রবার (৩ এপ্রিল) দিবাগত রাতে তিনি মৃত্যু বরণ করেন।
নিহতের নাম ফয়সাল সুজন। তিনি শহরের এক নং বাবুরাইল এলাকার বাসিন্দা এবং বর্ষণ সুপার মার্কেটে তার একটি রেডিমেট গার্মেন্টের দোকান রয়েছে।
তবে তার মৃত্যু নিয়ে স্থানীয়দের মাঝে ধুম্রজাল সৃষ্টি হয়েছে। এলাকাবাসী বলছে, গত ১০ দিন ধরে ‘শ্বাস কষ্ট, জ্বর-সর্দি ও গলা ব্যাথায় ভূগছিলেন ওই ব্যবসায়ী। শুক্রবার (৩ মার্চ) দিনভর রাজধানীর বিভিন্ন হাসপাতালে নেয়া হলেও কোথাও চিকিৎসা না পয়ে বাসায় নিয়ে আসা হয়। এদিন দিবাগত রাতে শারীরিক অবস্থার অবনতি ঘটলে নগরীর ৩০০ শয্যা হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
তবে, জেলা স্বাস্থ্য বিভাগ বলছে, হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে তার মৃত্যু হয়েছে।
এলাকাবাসী সুত্রে আরো জানা গেছে, মারা যাওয়া ফয়সাল সুজন নামে ওই ব্যবসয়ী সর্বশেষ ডিসেম্বরের দিকে চীন গিয়েছিলেন। এরপর তিনি ব্যবসার কাজে এরই মধ্যে ভারতেও গিয়েছিলেন।
এদিকে ওই ব্যবসায়ী মারা যাওয়ার পর তার মরদেহ এক নম্বর বাবুরাইল এলাকায় একটি মসজিদের সামনে এনে রাখা হয়। তবে, করোনা আতঙ্কে লাশের সামনে রাতভর কেউ যায়নি। স্থানীয়দের মাঝেও ছড়িয়ে পড়ে করোনা আতঙ্ক। এক কান দুই কান করে চতুর্দিকেই ছড়াতে থাকে ওই ব্যাক্তির মৃত্যু করোনায় হয়েছে। যেকারণে সাধারণ মানুষের মাঝে এমন আতঙ্ক দেখা দিয়েছে।
নারায়ণগঞ্জ সদর মডেল থানার পরিদর্শক (অপারেশন) আব্দুল হাই বলেন, লোক ছড়িয়েছিল সে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছে। কিন্তু তার পরিবারের সাথে আমরা কথা বলেছি, সে করোনা আক্রান্ত ছিল না। বিষয়টি ডা. জাহিদুল ইসলামও নিশ্চিত করেছেন।
মৃতের পরিবারের বরাত দিয়ে তিনি আরও বলেন, শুক্রবার ফয়সাল সুজনকে ঢাকায় পরীক্ষা করার জন্য পরিবারের পক্ষ থেকে নেয়া হয়েছিল। কিন্তু পারেনি। পরে নিয়ে আসা হয়। আজ (শনিবার) আবার পরীক্ষার জন্য নেওয়া কথা ছিল। কিন্তু রাতেই সে অসুস্থ হয়ে পড়লে তাকে হাসপাতাল নেয়া হলে সেখানেই তার মৃত্যু হয়। এলাকায় এখন আতঙ্ক নেই। স্বাভাবিক অবস্থা রয়েছে। স্বল্প পরিসরে তার জানাজার অনুমতি দেওয়া হয়েছে।
Leave a Reply