Lorem ipsum dolor sit amet, consectetur adipiscing elit, sed do eiusmod tempor incididunt ut labore et dolore magna aliqua. Ut enim ad minim veniam, quis nostrud exercitation ullamco laboris nisi ut aliquip ex ea commodo consequat.
মালয়েশিয়ায় ১২ বাংলাদেশিসহ ৪১৬ অভিবাসী করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন।
দেশটির স্বাস্থ্য মন্ত্রনালয়ের ডিজি দাতুক নুর হিসাম আব্দুল্লাহ আজ শুক্রবার (১০ এপ্রিল) এ তথ্য প্রকাশ করেছেন।
নিয়মিত সংবাদ সম্মেলনে তিনি বলেন, ‘এখন পর্যন্ত বিভিন্ন দেশের ৪১৬ অভিবাসী করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। এর মধ্যে ইন্দোনেশিয়ার
৫১ জন, ভারতের ৩৭ জন, মিয়ানমারের ৩১ জন, পাকিস্তানের ২৯ জন, ফিলিপাইনের ২৭ জন, চায়নার ২৫ জন, বাংলাদেশি ১২ জন ও অন্যান্য দেশের বেশ
কয়েকজন আক্রান্ত হয়েছেন।’ নুর হিসাম আব্দুল্লাহ আরও বলেন, ‘এ সমস্ত অভিবাসীদের বিষয়ে সংশ্লিষ্ট দূতাবাসগুলোতে ইতোমধ্যে জানানো হয়েছে।’ এদিকে এ বিষয়ে হাইকমিশনের
কাউন্সিলর (শ্রম) হেদায়েতুল ইসলাম মন্ডল বলেন, ১২ বাংলাদেশির আক্রান্তের খবর তাদের কাছে রয়েছে, তবে ওই বাংলাদেশিদের নাম পরিচয় এখনও তারা পায়নি। দুই একদিনের মধ্যে স্বাস্থ্য মন্ত্রণালয়ের মাধ্যমে ওই বাংলাদেশিদের বিস্তারিত তথ্য জানা
যাবে বলে জানান এ কর্মকর্তা। দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য মতে আজও নতুন করে আক্রান্ত হয়েছেন ১০৯ জন আর মারা গেছেন দুইজন, সুস্থ হয়ে ঘরে ফিরেছেন ১২১ জন। এ নিয়ে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ৪২২৮। আর মারা গেছেন ৬৭ জন ও সুস্থ হয়ে ঘরে ফিরেছেন ১৬০৮ জন।
Leave a Reply