Lorem ipsum dolor sit amet, consectetur adipiscing elit, sed do eiusmod tempor incididunt ut labore et dolore magna aliqua. Ut enim ad minim veniam, quis nostrud exercitation ullamco laboris nisi ut aliquip ex ea commodo consequat.
গাজীপুরে ঘরে চিকিৎসা নিয়ে ছেলেসহ এক সাংবাদিক ম’হামারি করোনা জয় করেছেন।
তারা হলেন- ইকবাল আহমদ সরকার ও তার ছেলে আবদুল্লাহ আল রাফি। ইকবাল বেসরকারি টিভি চ্যানেল ৭১-এর সাংবাদিক।
বুধবার রাতে ইকবাল আহমদ সরকার জানান, একমাত্র ছেলে আবদুল্লাহ আল রাফিসহ তার নমুনা দ্বিতীয়বার গত সোমবার ঢাকায় পরীক্ষার জন্য পাঠানো হয়।
বুধবার সকালে ওই নমুনায় করোনাভাইরাস (কোভিড-১৯) নেগেটিভ এসেছে। জেলার সিভিল সার্জন অফিসসূত্রে জানা যায়, গাজীপুরের ৭১ টিভির সাংবাদিক ইকবাল আহমদ সরকারের নমুনা সংগ্রহ করে ঢাকায় পাঠানো হলে ১৪ এপ্রিল তা করোনা পজিটিভ শনাক্ত হয়।
পরে তিনি নিজ বাড়িতে আইসোলেশনে থেকে চিকিৎসা শুরু করেন। পর দিন ওই বাসার সবার নমুনা সংগ্রহ করে ঢাকায় পাঠানো হয়। এ সময় তার কলেজছাত্র ছেলের নমুনায় করোনা পজিটিভ আসে এবং অন্যদের নেগেটিভ আসে।
১৪ দিন চিকিৎসা শেষে মঙ্গলবার আবার তাদের নমুনা ঢাকায় পাঠানো হয়। বুধবার সবার নমুনা ফল করোনা নেগেটিভ আসে। সিভিল সার্জন মো. খায়রুজ্জামান বলেন, সাংবাদিক ইকবাল সরকার ও তার ছেলে এখন আল্লাহর রহমতে করোনাভাইরাস মুক্ত। গাজীপুরে মঙ্গলবার পযর্ন্ত ৩৩১ জনের কোভিড-১৯ শনাক্ত হয়েছে।
Leave a Reply